শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন বাঁশখালীর ছেলে মোহাম্মদ নুরুজ্জামান

বাঁশখালী টাইমস: শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন বাঁশখালীর ছেলে নুরুজ্জামান। তার বাড়ি বাঁশখালীর ইলশা গ্রামে।
জেলা প্রশাসন লক্ষ্মীপুর কর্তৃক জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করায় উপজেলা প্রশাসন লক্ষ্মীপুর সদর এর পক্ষ থেকে শ্রদ্ধাভাজন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব অঞ্জন চন্দ্র পাল মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আমি মানুষের জন্য কাজ করতে ভালবাসি। গত আড়াই বছর ধরে লক্ষ্মীপুরের সাধারণ মানুষের যে ভালবাসা আমি পেয়েছি, তার কাছে যে কোনো পুরস্কারই অতি ক্ষুদ্র। তথাপি যে কোন স্বীকৃতি সব সময় ভাল অনুভূতির সৃষ্টি করে এবং ভবিষ্যত পথ চলাকে আরো অনুপ্রাণিত করে।
এ অল্প সময়ের মধ্যে দু’বার জেলা পর্যায়ে ও একবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে স্বীকৃতি পাওয়ার পেছনের সকল কৃতিত্ব তিনি তার সকল সহকর্মী ও লক্ষ্মীপুরের মানুষের প্রতি বলে জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *