সৈয়দ শরীফের কবিতা || সিরিয়ান শিশুর আর্তনাদ

সিরিয়ান শিশুর আর্তনাদ
সৈয়দ শরীফ
.
মারছো কেন তোমরা আমায়, মারছো কেন মাকে?
দেখছো না মা সবসময়ই বোরখা পরা থাকে !
বোরখা নাকি রক্ষা করে, করবে সেটাও জানি,
তোমরা কেন করছো শুধু একেই টানাটানি !
.
আম্মুর আঙুল উঁচুর দিকে— চোখ থেকে সব জল
বাইরে এসে করলো ঢাকা হিজাব টলোমল্ !
এবার ওরা বুট পরা পা’র চাপ দিলো তার বুকে,
‘আল্লাহ্’ বলা চিৎকারে কেউ ছাড়লো না আম্মুকে।
.
কাঁদছি আমি ওসব দেখে, মারলো আমায় চর—
করবে গুলি হয়তো, ভেবে বুক কাঁপে থরথর।
আমার ওপর পা রেখে ওই বদমাশেরা মাকে
ছেঁচড়ে টেনে সঙ্গে থাকা জীপ গাড়িটায় রাখে।
.
কাঁদছে মা আর কাঁদছি আমি, কেউ কাঁদেনি আর
একটি গুলি করলো আমার বুকটাকে ছারখার।
চললো গাড়ি, আম্মুটা যে কোথায় গেলো চলে,
আমি আমার স্রষ্টাকে ঠিক দেবোই ওসব বলে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *