প্রিয় দিদার স্যারকে নিবেদিত ছড়া
প্রিয় দিদার স্যার
 মুহাম্মদ তাফহীমুল ইসলাম
দিদার স্যারের ক্লাসে এলে
 লাগতো মজা খুব
 সবার মতো মজার ক্লাসে
 দিতাম আমি ডুব।
 স্যারের সামনে পড়ে গেলে
 লাগতো কত ভয়
 যদিও স্যারের মনটা ছিলো
 খুবই আলোকময়।
 প্রেমের কথা বলতো স্যারে
 ইচ্ছে মতো সবকে
 সাথে আরো তাগিদ দিতো
 রাজী রাখতে রবকে।
 মনকে সতেজ রাখতে তিনি
 তাগিদ দিতেন খেলতে
 মন্ত্র দিতেন আকাশ পানে
 উড়ার ডানা মেলতে।
 আগের মতো পাইনা এখন
 স্যারকে দ্বারে কাছে
 তারই পিছে কষ্ট মাখা
 অনেক কারণ আছে।
 দেখা হলে জিগেস করে-
 চলছে লেখালেখি?
 বই আসবে কোন বছরে?
 লজ্জায় বলি- দেখি!
 স্যারের মুখে এমন কথা
 শুনতে লাগে ভালো
 খুঁজি আমি এসব মানুষ
 যাদের আছে আলো।
 মনের মাঝে খুশি আসে
 পেলে এমন মায়া
 আশা করছি- মৃত্যু পূর্ব
 পাবো এমন ছায়া।

