বিপিএলে নবীঝড়ে বিধ্বস্থ কুমিল্লা!

বিটি ডেস্ক: আজকের বিপিএলের ম্যাচে চিটাগাং ভাইকিংসের নবীঝড়েই মূলত হেরে গেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বটা খুব ভালো যায়নি চিটাগাং ভাইকিংসের। এমনকি চট্টগ্রামে এসেই শুরুটা ভালো হয়নি তাদের। তবে টানা দুই ম্যাচ জয়ের ফলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। আর সঠিক পরিকল্পনা অনুযায়ী খেলতে পারায় জয় পেয়েছেন বলে মনে করেন ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল খান।

 

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার মনে হয় আজকে আমরা পরিকল্পনা অনুযায়ী ক্রিকেট খেলতে পেরেছি। স্মিথ আমাদের দারুণ সূচনা দিয়েছে। এরপর আমি আর বিজয় কোনো ঝুঁকি না নিয়ে প্রতি ওভারে ৭-৮ রান করে করেছিলাম। এরপর নবী ও মালিক যেভাবে ব্যাটিং করেছে অসাধারণ। সবাই নিজেদের কাজটা সঠিকভাবে করেছে।’

 

দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ ওভারে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে চিটাগাংয়ের জয় নিশ্চিত করেন আফগানিস্তান তারকা মোহাম্মদ নবি। বলতে গেলে নবীঝড়েই বিধ্বস্থ হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স! যদিও চলতি বিপিএলে শেষ ওভারের টান-টান লড়াইয়ে বোলারদেরই জয় হয়েছে বেশি। খুলনার বিপক্ষে এমন সময়ে হেরেছিল এ চিটাগাংই। তবে নবীর ওপর আস্থা ছিল বলে জানান তামিম।

 

‘হ্যাঁ আমরা এর আগে এমন পরিস্থিতিতে হেরেছি। তবে আমার নবী ভাইয়ের উপর আস্থা ছিল। আগের ওভারটা সোহেল তানভীর ভালো করেছিল। তবে জানতাম শেষ ওভারে নবী ভাই কিছু করে দেবে। দুটি বড় হিট আমাদের ম্যাচ জিতিয়ে দিতে পারে। আর সেটাই হয়েছে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *