(বাঁশখালী টাইমস)- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি আখতারুজ্জামান চৌধুরী বাবু মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকীতে গতকাল তার কবরে শ্রদ্ধা জানিয়েছে মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুু স্মৃতি সংসদ, বাঁশখালী উপজেলা শাখা।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আরিফুজ্জামান আরিফ, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের নব কমিটির সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ ও হামিদ হোসাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা সর্বপ্রথম মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে কবর জেয়ারত শেষে মুনাজাত করে মরহুম বাবু মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।