বিজয়
আবু ওবাইদা আরাফাত
ঘরের চৌকাঠে বাঁধা আছে শোকের প্যাকেট!
 বিজয়ের বলি দানে বিলীন হওয়া আত্মার তালিকা
 লেগে আছে দেয়ালে।
 শহীদি আত্মার ঘ্রাণ লেগে থাকা মাটিতে ফুটে আছে আনকোরা রক্তগোলাপ!
 প্রিয়মুখ যুদ্ধসমাধির বাসিন্দা হলে জ্বলে ওঠে বিজয়লিপ্সু বারুদ!
 শোকের বেদিতে দাঁড়িয়ে আহূত আকুতির নাম হয়ে গেলো ‘বিজয়’!

