আব্বু তুমি কান্না করতেছো যে!
 নূর মোহাম্মদ
আব্বু তুমি কাঁদছো কেন
 কন্ঠ শুকিয়ে যাচ্ছে যে?
 তুমি ছাড়া মোদের জীবন
 এক নিমিষে পন্ড যে।
গরীব ঘরের রূপের পরী
 অনর্থের অচল পথ্য যে,
 যৌতুক লোভে টাকার ক্ষোভে
 তাকেও মারায় মত্ত যে ।
কত দেহের মরণ হলে
 শাসকের ঠনক নড়বে যে?
 রাগব বোয়াল ক্ষমার জোসে
 দেশ ছেড়ে আজ পালায় যে ।
কত শত পরিবার নিঃস্ব হয়ে
 ধুলোই লুঠিয়ে পরবে যে ?
 স্বজন হারার আহাজারি দিয়ে
 বাতাস ভারি করবে যে !
কিসের স্বাধীন এদেশ মুল্লুক ?
 রাজার দোষে নষ্ট যে ,
 বাঙ্গালীর মনে কাঙ্গালীর ভয়
 জাগছে নতুন কষ্ট যে ।
টাকায় মরণ টাকায় ক্ষরণ
 টাকায় দোষী পাচ্ছে ছাড় ,
 জাতির চিৎকার শুনছেনা কেউ
 ভূতে ধরেছে দেশের পা’র।

