এখন
আরকানুল ইসলাম
বুড়িগঙ্গা মরে গেছে— মাছ নেই
পাহাড় কেটে বিরাণ এখন— গাছ নেই
বিবেক মরে কবেই সাবাড়— আঁচ নেই।
দশ টাকা ধার দিলে ফিরতি পাঁচ নেই
নারীও তাণ্ডবে মজে— নাচ নেই
যাওয়ার কোনো পথ দেখি না— বাঁচ নেই!
জিপিএ ফাইভ ছড়াছড়ি— হ্রাস নেই
কলেজগুলোয় মেধাবীর আবাস নেই
হাজার-হাজার পরীক্ষার্থী— পাশ নেই!
ইটের চাপে সবুজ কোনো ঘাস নেই
গুম হয় না এমন কোনো মাস নেই
গুমের খবর পেলেও শেষে— লাশ নেই!