দেশখেঁকো নই
আরকানুল ইসলাম
একটা কথা ছড়িয়ে আছে
 আমার বন্ধু সার্কেলে,
 আমি নাকি খুব বেশি খাই
 কেজি মুড়ি নারকেলে!
বাদ দিই না আপেল, কলা
 আম, জাম, বেল, মুসাম্বি
 বলে তারা হ সচেতন
 স্বাস্থ্যে কবে হুশ আনবি?
করছি না তো এসব কেয়ার
 যাচ্ছি খেয়ে বার্গারও,
 খাচ্ছি চিকেন, যাচ্ছে না বাদ
 এমনকি মোরগার ঘাড়ও!
নিজের টাকায় খাচ্ছি আমি
 তোরা এসব বলার কে?
 আমি কি আর পাচার করি
 হাজার হাজার ডলারকে?
যে যা-ই বলুক, সত্যি এটা
 কমটা খাই আর বেশটা খাই,
 দেশপ্রেমের কথা বলে
 আমি কি আর দেশটা খাই?

