ওজনদার মুখ
 ইলিয়াস বাবর
মুখের দিকে চেয়ে থাকি অপলক
 আমার দাদা কিংবা তারও দাদারাও কি এমন ছিলো?
 কেবলি চেয়ে থাকি- সুরমারঙা মেয়ের মুখে
 অপূর্ব কথাসিঞ্চনে ভুলে যাই অপবাদ
কোন চন্দনে মাখো কণ্ঠনালী?
 চর্যাপদের পৃষ্ঠায় জেগে রাখা অমৃত
 কে ভোগ করাবে আর!
গিরিশচন্দ্র সেন হৃদয়ঙ্গম করেছিলো সেদিন
 পৃথিবীতে সুখি হতে চাই- পরানের কিরা
 অবশেষে আমিও যেনে যাই- সুষমা-স্বরাজ।
চেয়ে থাকার চিরনতুন অভিজ্ঞান জানান দেয়-
 ওর মুখ সুন্দর কেবলি কথার গুনে
 ‘তোমাকে ভলোবাসি’ বলার ওজনে…

