এক যুগ পর আইনি লড়াইয়ে জিতলেন বাঁশখালীর সন্তান সাংবাদিক এয়ার মুহাম্মাদ

বাঁশখালী টাইমস: দাবি আদায়ে দীর্ঘ একযুগ শ্রম আদালতে মামলা করে অবশেষে বিজয়ী হলেন বিশিষ্ট সাংবাদিক এয়ার মুহাম্মাদ।

চট্টগ্রাম  বিভাগীয় শ্রম আদালতের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ)  মোখতার আহমদ চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক কর্ণফুলী পত্রিকার সাবেক প্রধান প্রতিবেদক এয়ার মুহাম্মাদকে পূর্ণ ১০ বছরের সকল বকেয়া বেতন ভাতা ও অন্যান্য পাওনাদি ১ মাসের মধ্যে পরিশোধের জন্য পত্রিকা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। দীর্ঘ ১ যুগ মামলাটি চলার পর অতিসম্প্রতি তিনি এ রায় প্রদান করেন।
প্রসঙ্গতঃ ২০০৪ সালে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কেবল মৌখিক নির্দেশে এয়ার মুহাম্মাদকে কাজ থেকে বিরত রাখে পত্রিকাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে মামলাটি রুজু করা হয়।
আদালতে এয়ার মুহাম্মাদের পক্ষে অ্যাডভোকেট সুখময় চক্রবর্তী এবং দৈনিক কর্ণফুলী পত্রিকার পক্ষে অ্যাডভোকেট মোহাম্মাদ ইবরাহিম মামলাটি পরিচালনা করেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এয়ার মুহাম্মাদের পক্ষে মামলাটির সার্বিক তত্ত্বাবধান করে।

প্রসঙ্গত, সাংবাদিক এয়ার মুহাম্মাদের বাড়ি বাঁশখালীর চেচুরিয়া গ্রামে।

You May Also Like

One thought on “এক যুগ পর আইনি লড়াইয়ে জিতলেন বাঁশখালীর সন্তান সাংবাদিক এয়ার মুহাম্মাদ

  1. কোন কারন ছাড়াই কর্তৃপক্ষ তাহাকে কাজ থেকে বিরত রাখে এ খবর আপনি কোথায় পেয়েছেন? আপনি কি কর্তৃপক্ষের মতামত জানতে চেয়েছেন? সে ব্যাপারে আপনার বক্তব্য কই?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *