এরাবিয়ান ওড়না হাউস এন্ড গার্মেন্টস’র শুভ উদ্বোধন

আরকানুল ইসলাম: যাত্রা শুরু হলো ‘এরাবিয়ান ওড়না হাউস এন্ড গার্মেন্টস’ এর। গতকাল ১২ ই ফেব্রুয়ারি, জুমাবার বিকেল ৩টার দিকে গুনাগরীস্থ বাঁশখালী নিউ মার্কেটের ২য় নম্বর এই দোকানের শুভ উদ্বোধন হয়। মাওলানা মুহাম্মদ হেফাজ উদ্দীন এই দোকানের কর্ণধার।

এই দোকান উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গুনাগরী খাসমহল বাজার কমিটির সভাপতি ফরহাদুল আলম চৌধুরী,
বাঁশখালী নিউ মার্কেটের স্বত্তাধিকারী হানিফ মাহমুদ ও চন্দনাইশ মহিলা কলেজের অধ্যাপক মুজিবুল ইসলাম। এছাড়াও স্থানীয় দোকানদার ও গণ্যমান্য ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।

blank

‘এরাবিয়ান ওড়না হাউস এন্ড গার্মেন্টস’- এর কর্ণধার হেফাজ উদ্দীন বলেন, ক্রেতা সাধারণকে সবচেয়ে ভালো পণ্যটি দেয়ার চেষ্টা থাকবে সব সময়। সততা ও বিশ্বস্থতার সাথে ব্যবসার উদ্দেশ্যে এসেছি। সবাই সহযোগিতা ও দোআ করবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *