এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে বাঁশখালীর এসিল্যান্ড, সুষ্টু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ

blank

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় সরকারি বিধিনিষেধ মেনে সারা দেশে এসএসসি পরিক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষাসহ বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এই বারে বাঁশখালী উপজেলায় এসএসসিতে ৫ হাজার ১ শত ২৬ জন, দাখিল ১২৪৩ ও ভোকেশনাল পরীক্ষায় ১৩৮ জন সহ মোট- ৬৫০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

তবে এদের মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি। কেন্দ্র পরিদর্শন শেষে সহকারী কমিশনার(ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান
জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে পরীক্ষা চলছে। প্রথম দিন থেকে এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহের প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *