কেকা’র বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

blank

বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন (কেকা)’র বৎসরিক মতবিনিময় সভা খুলশীস্থ রেজিমেন্ট সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউওটিসি’র প্রাক্তন ক্যাডেট জনাব মফজুলুল বারি, সভায় সভাপতিত্ব করেন লায়ন মাহফুজুর রহমান। মিজানুর রাহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বিটিএফও মহিউদ্দিন চৌধুরী, নাফিজ মিনহাজ, মো: ওবাইদুর রহমান, ফকরুল ইসলাম, রেজাউল, রনি পাল, মেহেবুব আলী, রিজোয়ান, তারেক বিন ওমর, নাসরিন আক্তার, ফাহিমা সাথী, বুশরা, রিগান, ইয়াসিন, হাসেম, রুবেল ও অনান্য। এই অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আগামী অক্টোবর মাসে “মহা পূর্ণমিলণী” করার সিদ্ধান্ত হয়। কেকা’র সকল সদস্যদের পরবর্তীতে “মহা পূর্ণমিলণী” ব্যপারে অবহিত করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *