ক্যান্সার আক্রান্ত ফিরোজকে লাখ টাকা সাহায্যের ঘোষণা দিলেন মুজিবুর রহমান সিআইপি

বাঁশখালী টাইমস: দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত যুবক ফিরোজের সাহায্যে এগিয়ে এলেন দৈনিক পূর্বদেশ ও বাঁশখালী আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি।

গতকাল দৈনিক পূর্বদেশ কার্যালয়ে সাংবাদিক ওয়াসিম আহমেদের নেতৃত্বে সাহায্যের আহবান নিয়ে উপস্থিত এক দল তরুণকে তিনি ফিরোজের চিকিৎসার জন্য এক লাখ টাকা দেয়ার ঘোষণা দেন।
বাঁশখালী টাইমসের সাথে আলাপকালে তিনি বলেন-
“বিত্তবানদের সম্পদে গরীবের হক্ব রয়েছে, এটা সমাজের অনেকেই ভুলে যায় অথবা ভুলে থাকে। মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করি। যার যার অবস্থান থেকে সমাজ ও মানুষের জন্য কাজ করলে সমাজের চেহারা বদলে যাবে”।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট অধ্যাপক মাসুম চৌধুরী।

আজ ফিরোজের মায়ের হাতে এ চেক তুলে দেয়ার কথা রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *