গণ্ডামারায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ খুন, আটক ১

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৯নং ওয়ার্ডের জালিয়াপাড়ার অদূরে হিন্দু পাড়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জ্যোতিষ কান্তি দেবের স্ত্রী মিনু রানী দেব (৩৫) নামে এক গৃহবধু খুনের শিকার হয়েছে। এই ঘটনায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় স্থানীয় মোহাম্মাদ ইদ্রিসের পুত্র কামাল উদ্দিন প্রকাশ (ভেট্টা) কে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গন্ডমারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা হিন্দু সম্প্রাদয়ের দেব পাড়ার জ্যেতিষ কান্তি দেবের পৈত্রিক জায়গার উপর লবন মাঠ চাষ নিয়ে একই এলাকার কামাল উদ্দিন প্রকাশ ভেট্টার সাথে নিহতের স্বামী জ্যোতিষ কান্তি দেব শেয়ারের ভিত্তিতে দীর্ঘ দিন যাবৎ লবণমাঠ চাষ করে আসছিল। ভেট্টার অর্থিক লেনদেন ঠিক না থাকায় জ্যোতিষ তার সাথে কাজ করা বন্ধ করে দেয়। গত ২ বছর ধরে কামালের তার সাথে কাজ করা বন্ধ করে দিলেও নিজের ভাগের লভ্যাংশ বুঝে পায়নি জ্যোতিষ। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ শুরু হয়ে যায়।
জ্যোতিষের বড় ভাই সন্তোষ দেব জানান, লবণচাষের জন্য পানি সেচের জন্য ৪ ঘোরা চায়না ইন্জিন ক্রয় করেছিলো তারা। ভেট্টার সাথে কাজ না করায় মেশিনটি ভেট্টা নিজেই ক্রয় করেছিল। পরে টাকা দেওয়ার কথা থাকলেও নানা তালবাহনা দিয়ে টাকা দিতে অপারগতা দেখায়। এই নিয়ে কিছু দিন পূর্বে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।তারি জের ধরে গত মঙ্গলবার রাত ১.৩০ মিনিটের সময় পুকুরের মাছ চুরি করে নিয়ে যাচ্ছে বলে বাইরে থেকে ডাক দেয় কামাল। বাড়ীর দরজা খুলতেই ধারালো দা দিয়ে কোপ দেয় জ্যোতিষকে। এই সময় গৃহবধু মিনু রানী দেব স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে দা ও চুরি দিয়ে পেটে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে হামলার ঘটনার খবর আশে পাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসী এগিয়ে আসলে হত্যাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এই ঘটনায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় স্থানীয় মোহাম্মদ ইদ্রিসের পুত্র কামাল উদ্দিন (ভেট্টা) কে গতকাল মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থল থেকে তাকে আটক করে বাঁশখালী থানা পুলিশ।
বুধবার ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে থানা পুলিশ।
এ দিকে ওই ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মফিজ উদ্দিন ও ওসি মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে থানা অফিসার ইনর্চাজ (ওসি) আলমগীর হোসেন বলেন, জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনের জন্য থানা পুলিশের বিশেষ টিম মাঠে কাজ করছে । এদিকে হত্যাকান্ডের ঘটনায় নিহত গৃহবধুর স্বামী জ্যেতিষ দেব বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *