বাঁশখালী টাইমস: গন্ডামারা বড়ঘোনা ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে নিষেধাজ্ঞা জারি করেছে বাঁশখালী উপজেলা প্রশাসন।
জানা যায়- উক্ত তাফসীরুল কুরআন মাহফিলটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এতে মুফতি হাফেজ আমির হামজা প্রধান মুফাচ্ছির হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু সব আয়োজন সম্পন্ন হওয়ার পর আজ সকালে হঠাৎ প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসায় মাহফিলটি আর হচ্ছে না। কুরআনের মাহফিলে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসায় এলাকায় ধর্মপ্রাণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।