গন্ডামারা রহমানিয়া ফাজিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্র সমাবেশ

মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদঃ পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রাক প্রাক্তন ছাত্র সমাবেশ মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।

সমাবেশে অাগামী ১৪ ও ১৫ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দে মাদ্রাসার শতবার্ষিকী পরিচালনা এবং ৪দিন ব্যাপি সভা ও বর্ণাঢ্য অনুষ্টান অায়োজন করার উদ্যোগ গ্রহণ করা হয়।

সভায় মাষ্টার অাজিজের পরিচালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাক্ত অধ্যক্ষ মাওলানা অাহমদ কবির। এতে অার উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ সভাপতি মাওলানা বশির অাহমদ, মাওলানা ওবায়দুর রহমান, মাওলানা ফেরদৌস, মাওলানা অাবু তাহের তৈয়বী, মাওলানা অাবুল কাসেম,
মাওলানা মন্নান, মাওলানা মোস্তাফা অালী, মাওলানা অামিন, মাওলানা সরওয়ার, হুমায়ুন, ওসমান গনী প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *