চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সদস্য হলেন সাংবাদিক রাহুল দাশ নয়ন

বাঁশখালী টাইমস: সম্প্রতি চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী এক প্রজ্ঞাপনে শিল্পকলা একাডেমীর সাধারণ সদস্যদের নাম ঘোষণা করেন।

এ তালিকায় দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার রাহুল দাশ নয়নকে শিল্প সমালোচক ক্যাটাগরীতে সদস্য পদে মনোনীত করা হয়েছে।

এ প্রসঙ্গে সাংবাদিক রাহুল দাশ নয়ন বাঁশখালী টাইমসকে বলেন, শিল্পকলা একাডেমীর সাধারণ সদস্য পদে নিয়মানুসারে আবেদন করেছিলাম। এর প্রেক্ষিতে যাচাই বাছাই করে জেলা প্রশাসক মহোদয় সাধারণ সদস্যদের মনোনীত করেছেন। এরমধ্যে যন্ত্র, আবৃত্তি, নাটক, সাহিত্য ও সংস্কৃতি, সংগঠক, শিল্পসমালোচক ক্যাটাগরীতে সাধারণ সদস্য মনোনীত করা হয়েছে।

এদিকে শিল্পকলা একাডেমীর সদস্য মনোনীত হওয়ায় এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন বাঁশখালী সাহিত্য পরিষদের আহবায়ক কবি কমরুদ্দিন আহমদ ও সদস্য সচিব আবু ওবাইদা আরাফাত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *