চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল কর্তৃক অসহায় মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরন

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা কর্তৃক করোনা ভাইরাসে কর্মহীন ঘরবন্ধী গরীব, অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। চট্টগ্রাম শাহ্ আমানত সেতু সংযোগ এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসনের অসহযোগিতায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি শহিদুল আলম শহিদ, সাধারণ সম্পাদক মহসিন, দক্ষিণ চট্টগ্রাম ছাত্রদলের বিপ্লবী ছাত্রনেতা নিজাম উদ্দীনসহ দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্রদলের বিপ্লবী ছাত্রনেতা নিজাম উদ্দীন সাধারন মানুষের মাঝে করোনা ভাইরাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন এবং তাদের সাধ্যানুযায়ী কর্মহীন ঘরবন্ধী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে বলে জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *