বৈরী আবহাওয়ায় উৎসাহ আমেজ ও উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি এস এম বোরহান ও সাধারণ সম্পাদক আবু তাহেরকে সংবর্ধিত করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীরা। শনিবার বিকেল ৪ টায় নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোঃ এমরান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, যুবলীগ সভাপতি আব্দুল মান্নান রানা, নব নির্বাচিত সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক প্রমূখ। দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম বলেন, দীর্ঘদিন পরে যে ছাত্রলীগের কমিটি হয়েছে তা অনেক ভালো হয়েছে। নেতৃত্বের জট কাটিয়ে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চা করার জন্যে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা রাখি। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী বলেন, দীর্ঘদিন পরে দক্ষিণ জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটি ঘোষণায় ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার করেছে। সাম্প্রতিক সময়ে মৌলবাদ ও জঙ্গীবাদ বিরোধী লড়াইয়ে এবং স্বদেশ বিতাড়িত রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয়দানে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভূমিকা বিশ্বব্যাপী যে সুনাম অর্জন করেছে তা ধরে রাখার জন্যে ছাত্রলীগের নতুন নেতৃত্বকে নিরলসভাবে কাজ করতে হবে। এই যোগ্য নেতৃত্বের মাধ্যমে প্রত্যেকটি উপজেলায় সংগঠনের শক্তিশালী সাংগঠনিক ভিত রচিত হবে বলে আমি আশা প্রকাশ করি। নব নির্বাচিত সভাপতি এস এম বোরহান বলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের নিয়ে একটি শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক গড়ে তোলা হবে। সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, নতুন নির্বাচিত সদস্যদের নিয়ে তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের কর্মকান্ডকে বেগবান করা হবে। সংবর্ধনা শেষে নেতৃবৃন্দ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত করে পুষ্পমাল্য অর্পণ করেন।
সুত্র: CPlus