বাঁশখালী টাইমস: দক্ষিণ জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের স্মরণ সভা আজ নগরীর মুসলিম হলে সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।
অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোছলেম উদ্দীন আহমদ, নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো: খোরশেদ আলম, দক্ষিণজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।