শিব্বির আহমদ রানা: দেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে বিপদগামী কতিপয় যুবক জঙ্গিবাদের নামে দেশে সন্ত্রাস ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাছাড়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করা। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করছে বিচার বিভাগ। বিচার বিভাগের সকল বিচারকগণের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রত্যেক নাগরিকের নৈতিক দ্বায়িত্ব। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রাম পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তবে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রত্যেক নাগরিককে সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে। তাহলেই সম্ভব বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিনত করা। শুক্রবার ১৯ মে বিকাল ৪টায় চট্টগ্রামের বাঁশখালীর নির্মিতব্য আদালত ভবন পরিদর্শনকালে বাঁশখালী আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে মহামান্য সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। সংবর্ধনা অনুষ্টানের পূর্বে প্রধান বিচারপতি আদালত চত্বরে চারা রোপন করেন।
এসময় তাঁর সফরসঙ্গি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্ত্তী, চট্টগ্রাম জেলা ও দায়রাজজ হেলাল আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মুন্সি মশিউর রহমান।