সাচ্চা মুসলমান
জনি হোসেন কাব্য

প্রতিদিন-ই পাঁচওয়াক্ত দাও নামাজে মন,
 করো এসে রবের কাছে আত্মসমর্পণ। 
 ইবাদতের জন্য যদি থাকে মধুর টান,
 তবেই তুমি খাঁটি মুমিন, সাচ্চা মুসলমান।
শ্রদ্ধা করো মা-বাবাকে, ভালোবাসো, আর-
 হও বিনয়ী, কথা শোনো, মানো শিষ্টাচার।
 তাদের জন্য উজাড় করো- কঠিন মন ও প্রাণ,
 তবেই তুমি খাঁটি মুমিন, সাচ্চা মুসলমান।
আত্মীয়দের ঠকিও না প্রাপ্যটুকুন দাও,
 গরিব-দুখীর পাশে বসে তাদের নিয়ে খাও।
 কমে না তো; ভাবো যদি- বাড়ে তাতে মান,
 তবেই তুমি খাঁটি মুমিন, সাচ্চা মুসলমান।
একটা সময় হয়তো কারো অনেক টাকা হয়,
 বাজে পথে কোরো না তো সেসব অপচয়।
 ভালো কাজে দুহাত ভরে করো যদি দান,
 তবেই তুমি খাঁটি মুমিন, সাচ্চা মুসলমান।
দূরে রাখো লালসাকে এবং যতো লোভ,
 একটুও না কারো ক্ষতি, থাকুক যতই ক্ষোভ।
 নিয়ন্ত্রণে থেকে যদি হও চরিত্রবান,
 তবেই তুমি খাঁটি মুমিন, সাচ্চা মুসলমান।
কথা দিয়ে কথা রেখো, থেকো খুবই সৎ,
 মানুষজনের নামে মোটেই কোরো না গীবত। 
 মন্দ লোকের মন্দ কথায় দিও না ভাই কান,
 তবেই তুমি খাঁটি মুমিন, সাচ্চা মুসলমান।
