জলদিতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

blank

মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে বাঁশখালী উপজেলার জলদি পৌরসভার দুই পয়েন্টে শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (৮ জানুয়ারি) পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হোসাইনিয়া মাদ্রাসা ও ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের পূর্বে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শাহাব উদ্দীন। মোনাজাতে মরহুম মাস্টার নজির আহমদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মৌলভী হামেদ, সদস্য হাসমত আলী, শিক্ষক নূর মোহাম্মদ ইউনুছ, শিক্ষক মোঃ বোরহান উদ্দীন, শিক্ষক ফেরদৌস আকতার, পৌরসভা কাউন্সিলর দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর মোঃ ইছহাক, মাহফুজুর রহমান চৌধুরী, আইয়ুব আলী, বাদশা সিকদার, আব্দুর শুক্কুর প্রমুখ।

বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *