বিটি ডেস্ক: স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিপুল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রামে উদ্বোধন হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। আজ সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন । উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। র্যালিতে জেলা প্রশাসক, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মৎস্য চাষীরা অংশগ্রহণ করেন।

