জিসান মেহবুবের ছড়া- ‘বাজার’

বাজার
জিসান মেহবুব

হয় না বাজার হাজার দিয়ে
বউয়ের বেজার মুখ
আগুন লেগে বাজার গরম
উধাও মনের সুখ।

গোশতে লাগে পাঁচশো টাকা
মাছেই আড়াই-দুই
দেড়শো টাকা শিমের কেজি
কেমনে এসব ছুঁই!

নতুন আলু হোক না যেমন
একশো টাকা দর
কিনতে বেগুন আশি লাগে
বরবটি আজ পর!

একটা ছোট লাউয়ের নাকি
আশি টাকাই দাম
টমেটো আর হয় না খাওয়া
ভুলছি ওটার নাম।

করলা খাবো কিংবা পটল
তাতেও তাপের আঁচ
কাঁচামরিচ দেখায় এখন
তিড়িং বিড়িং নাচ।

পাকাবাজার থাক না ওসব
কাঁচাবাজার এই
বাজার নিয়ে টেনশনে খুব
মনটা ভালো নেই।

৮ নভেম্বর ১৭, ভৈরব

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *