জয়নাল আবেদীনের কবিতা || ভালো থেকো

ভালো থেকো
জয়নাল আবেদীন

প্রতিদানের অপারগতা, না হয় নাইবা খুঁজলে
হৃদয় লেনাদেনার একটি পর্ব তো রেখেই গেলে।
সুখের বিলাসভ্রম যদি কখনো এসে
শুষ্ক মেঘের লাজুক কণার মত ছুঁয়ে দেয়,
লজ্জাবতী লতার মত ঘোমটা’টা টেনে নিও।

কাশফুলের বনে লুকোচুরির হারানো স্মৃতি
যদি ফিরায়ে দেয় কষ্টের স্বপ্নঘোর,
চোখের তপ্ত জলেরই দু’ফোটা ফেলে দিও-
ঐ ঝরা ফুলের শুষ্ক পাঁপড়ির উপর।

কতদিন যে অপেক্ষায় ছিলাম;
ভোরের শিশির কিংবা রাতের কুয়াশায়
একটু আচ্ছাদন হবে আমারই মর্মদহ বুকে!

সেই ধবধবে ফর্সা ভোর আর ফুটলো কই?
কেবল বিরামহীন রাতের প্রহরীই রয়ে গেলাম।
তবু, জীবন নামের ভেল্কিবাজি
এখনো জোনাকির সাজে পথ আগলে দেয়।
পথের বাঁক’ই দেখিয়ে দেয়- কোনো এক শাখা পথ
সীমাহীন সীমান্তের লুকোচুরি গলি বেয়ে
হাঁটছি তো হাঁটছি –
কোথায় যেন সীমান্ত?
থাক, আর দেখিয়ে দিও না
আমি আমার মত পথের দাবীতে পথ চলব
পিপাসিত ঠোঁটে পিয়ে যাব
ফুলের কাঁটার বিষাক্ত সুরা পান
তুমি শুধুই ভাল থেকো —
অনেক অনেক ভাল;
অভিমানী হৃদয়ে এটাই’তো বেঁচে থাকার টান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *