ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের যুগ্ম অাহ্বায়ক, বাঁশখালীর কৃতি সন্তান, মেধাবী ছাত্রনেতা নাছির উদ্দীন শাওনের উপর ছাত্রলীগ কর্তৃক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাঁশখালী পৌরসভা ছাত্রদল।
পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওসমান গণি মুজাহিদ এক প্রতিবাদলিপিতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ , এই পবিত্র শিক্ষাঙ্গনে ছাত্রলীগের তীব্র অাক্রোশের শিকার নাছির উদ্দীন শাওন। অামি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে। তাতা নাহলে শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান কলঙ্কিত হবে।
ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হাছান হোসাইনী বলেন, নাছির উদ্দীন শাওনের উপর বর্বরোচিত হামলা ন্যাক্কারজনক, অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
প্রেস বিজ্ঞপ্তি ||