তান্নি চৌধুরী
উপহার
অস্তমিত সূর্যের শেষ আলো শরীরে মেখে কী এনেছেন আমার জন্য?
 একগোছা বাসি ফুল;
 লাল কালির অক্ষরে লেখা চিঠি,
 নাকি অন্যকিছু?
 তবে কী একরাশ আক্ষেপ তুলে কথার ডালা সাজিয়ে এনেছেন?
 সমব্যথার শতরঞ্জি পেতে,
 বেলিফুলের তোড়া বাঁধলেন সমবেদনার বাণী শোনাবেন বলে!
 কতজনই বিশ্বাসের রেলপথ এঁকে যায়,
 নতুন মলাটের ডায়েরী রেখে যায়।
 বুক পকেটে পুরে কিছু নীতিবাক্য এনেছেন নাকি তবে?
 একগুচ্ছ সমরেশ কিংবা সুনীল আনলেন নাতো আমার জন্য!
 সমুদ্রের ওপার হতে চাইলে হলুদ খাম পাঠানো যায়।
 জাফরান কিংবা সস্তা কালির চিঠি পাঠানো যায়।
 কৌটোয় ভরে ঝিনুক কিংবা নীল চুড়ি উপহার দিতে পারতেন।
 তা করলেন না।
 একগোছা ঘাসফুল তোড়া বেঁধে পাঠালেন না আমার জন্য।
 তবে উদাসীনতার অভিব্যক্তি রেখে যান।
 উপহারস্বরূপ সামুদ্রিক গোঙানি দিয়ে যান।
 শূন্যতার মাঝে আরো শূন্যতা টানুন।
 আমি না হয় আজীবন ঋণী হয়েই রয়ে গেলুম।
