এসেছে শরৎকাল
 মুহাম্মদ তাফহীমুল ইসলাম
সন্ধ্যা হলেই আকাশে উড়ছে সাদা বকের পাল
 হঠাৎ করেই একটি পড়ছে গাছের পাঁকা তাল।
 নতুন ফলে ছেঁয়ে গেছে গাছের সকল ঢাল
 তাহলে বুঝতে হবে এসেছে ধরায় শরৎকাল।
বছর ঘুরে শরৎ এলো মেঘের ভেলায় ভেসে
 নদীর তীরে ফুটেছে কাশ আমার প্রিয় দেশে।
 গাছের পাঁকা তালের গন্ধ আসছে ভেসে নাকে
 সকাল হলেই ভাঙ্গছে ঘুম পাখির মিষ্টি ডাকে।

