নবীনদের স্বাগত জানিয়ে আলাওল কলেজে ছাত্রদলের মিছিল
বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজে নবীণ বরণ উপলক্ষে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে স্বাগত মিছিল করা হয়,এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদল সভাপতি(ভারপ্রাপ্ত) জিয়াউল হাছান হোসাইনী, সাধারণ সম্পাদক ওসমান গণি মুজাহিদ,যুগ্ম সম্পাদক ও ওয়ার্ড সভাপতি মোঃ রিদওয়ান, যুগ্ম সম্পাদক মোঃ আমিনুর রহমান,কলেজ ছাত্রদল নেতা আশেকুল ইসলাম,মাছুম হাছান রুবেল,মোঃ আজগর,ইউনুস,নুর সাকিব,এনামুল হক হারুন,ইমরান,আবু হানিফ,আবু ছিদ্দিক,শহিদ,সাদ্দাম,ফয়সাল,শহিদ, মিশকাত,সেলিম,পারভেজ,রিয়াদ,শাকিল,রিয়াদ,ইউনুস,হাসেম,ইমরান,নয়ন,সাকিব,রিসাদ,আজিজ,হোসাইন প্রমুখ।