নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তীর প্রস্তুতি সভা

আজ চট্টগ্রাম প্রেসক্লাবের সংবাদ সংম্মেলন কক্ষে বাঁশখালী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৬০বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বিদালয়ের প্রধান শিক্ষক আশেকুল মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা পুত্র ও নুভিস্তা গ্রুপের ব্যবস্থাপক রাহবার আলম আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী ও চাঁদপুর বেলগাঁও চা বাগানের ব্যবস্থাপক মোঃ আবুল বশরসহ অন্যান্যরা প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম।
বক্তারা বিদ্যালয়ের হীরক জয়ন্তী উপলক্ষে দেশের ডিজিটাল শিক্ষাকে যথাযথভাবে পৌঁছানের লক্ষ্যে একটি বহুতল ভবন নির্মানের উদ্যোগ নেন।
প্রধান অতিথির বক্তব্যে রাহবার আলম আনোয়ার বলেন, বাঁশখালী ছাড়িয়ে দক্ষিণ চট্টগ্রামে সুনামের দাবিদার অত্র স্কুল। দিন দিন শিক্ষার্থীর চাপ বাড়ছে। ভবিষ্যৎ শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দানের লক্ষ্যে একটি বহুতল ডিজিটাল ভবন খুব দরকার। তারই লক্ষ্যে এবারের হীরক জয়ন্তীতে বিদ্যালয়কে উপহার হিসেবে ভবন নির্মানের সবার সহযোগিতা কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *