
জলকদর বাঁচাও
 ——নূর মোহাম্মদ ——
দস্যুরে তুই রাক্ষুসীর ছা
 আস্তা গিলে খাস
 ধানিজমি খালবিল আর
 সামনে যা তুই পাস।
মানলিনা তুই কারো বারণ
 শুনলিনা যে কথা
 চর দখলে বাড়িয়ে দিলি
 লক্ষ লোকের ব্যথা।
ধূলায় মিশায় বাঁশখালীর মান
 খুন করিলি জলকদর
 জোয়ার-ভাটা আটকে দিয়ে
 কমিয়ে দিলি তার কদর।
সোনাই ছড়ির “মা” ছিল সে
 সাগর পাড়ের কন্যা
 তার মরণে ক্ষিপ্ত সবাই
 দস্যুর কবল আর না।
যায়না দেখা নৌকা সাম্পান
 জোয়ার-ভাটার টানে
 দুকুলবাসীর শোকের মাতম
 বর্ষায় বাদল বানে।
আয় সকলে করতে লুলা
 হাঁড়গোড় করে ধ্বংস
 দস্যু চেনার নাইরে বাকি
 সব হারামির বংশ।
