
বাঁশখালীর ‘হাজিগাঁও শেখ রাসেল স্মৃতি সংসদ’ এর উদ্যোগে গত ১৭ মার্চ ২০২১,বুধবার, বিকাল ৩ টায়, হাজিগাঁও বরুমছড়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘তরুণ প্রজন্মের ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা ও হাজিগাঁও বরুমছড়া স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত ১০০ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সহ- সভাপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সদস্য আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ছাত্রনেতা জিয়াউল হক জিবলু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ব্যাংক কর্মকর্তা মোবাশ্বের আহম্মদ চৌধুরী, আলোচক ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সহ- সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সংগঠনের সাবেক সভাপতি সাহাব উদ্দিন, বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ও অনুষ্ঠানের আহ্বায়ক ইমন শীল, রকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামশেদুল ইসলাম চৌধুরী৷ স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও অনুষ্ঠানের সদস্য সচিব জাবেদুল ইসলাম মিনহাজ, সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহান উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা বিষয়ক সম্পাদক পারভেজ মোশাররফ,উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক তুষার ইমরান, প্রচার সম্পাদক আকিবুল আলিম ফাহিম, সহ সম্পাদক ইসমাঈল হোসেন রাহাত, সাকিবুল হক, হাজিগাঁও বরুমচড়া স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মনির, সহ সভাপতি তামিম, আরমান হোসাইন,মোঃ আরফাত প্রমূখ।
বক্তারা বলেন – বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক লক্ষ্যে সবসময় স্থির ছিলেন। স্বাধীনতার প্রশ্নে তিনি অটুট ছিলেন। ৭ মার্চের ভাষণ এর মাধ্যমে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের আগাম বার্তা দিয়েছিলেন তিনি।
