বঙ্গবন্ধুকে নিবেদিত মুহাম্মদ তাফহীমুল ইসলামের ছড়া

মুজিবের বাংলা জয়
মুহাম্মদ তাফহীমুল ইসলাম

পরাধীন জাতিকে স্বাধীন করার শপথ নিয়ে
টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন তৎকালীন খোকা।
খোকা বড় হয়ে দেখিয়েছে বাঙ্গালির অভয়
বাঙ্গালি জাতিকে তখন যারা ভাবত বোকা।

বড় হলে খেকার নাম পরিবর্তন হয়ে হয়
মুক্তিপাগল শেখ মুজিবুর রহমান নামে।
দিনে রাতে মনের গভীরে আসতে থাকে চিঠি
জাতিকে মুক্ত করতে লাল সবুজের খামে।

একাত্তরে পাকিস্তানিরা শোষণ করে শুরু
মুজিব নামে রাজপথে হয়ে সংগ্রামের গুরু।
মুজিবের নেতৃত্বে যুদ্ধে তারা পিছু হটে
বিশ্বজুড়ে অগ্রিম বাংলা জয়ের খবর রটে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *