বন্যহাতির আক্রমণে শীলকূপে একব্যক্তির মৃত্যু

মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ইকোপার্কের সংরক্ষিত বনাঞ্চলের কাঁচার ঝিরি পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ইকোপার্কের কর্মকর্তা ও কর্মচারী দের সহযোগীতায় বাঁশখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এদিকে হাতির আক্রমণে মৃত ব্যক্তির পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি কেউ। তবে পুলিশের সুরত হাল রিপোর্ট থেকে ধারণা করা হচ্ছে ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তিটি পার্শ্ববর্তী উপজেলা সাতকানিয়া এলাকার বাসিন্দা হতে পারে। এ ব্যাপারে বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, পার্কের সংরক্ষিত এলাকা হতে ৩-৪ কিলোমিটার পূর্বে ইকোপার্কের সংরক্ষিত এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে গাছ কাঠুরিয়ারা। সেখান থেকে তাদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে এলাকার কেউ সনাক্ত করতে পারেনি বলে তিনি জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *