বাঁশখালী পৌরসভায় মোকাম্মেল হক আলালের পক্ষে শীতবস্ত্র বিতরণ

তাফহীমুল ইসলাম, বাঁশখালী-

বাঁশখালী পৌরসভায় ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকাম্মেল হক আলালের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে পৌরসভা ভবনে ৩০০ জন শীতার্তের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সমন্বয়ক আশেক এলাহী সোহেল, ব্যাংক কর্মকর্তা মোরশেদ আলম, কাউন্সিলর আবদুর রহমান, দীলিপ চক্রবর্তী, নজরুল ইসলাম, আজগর হোসেন, জামশেদ আলম, তপন বড়ুয়া, মহিলা কাউন্সিলর রোজিনা সুলতানা, নার্গিস আক্তার, রুজিনা আক্তার, আমিরুজ্জামান গুরা মিয়াসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সমন্বয়ক আশেক এলাহী সোহেল বলেন, ‘আমরা ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোকাম্মেল হক সাহেবের পক্ষ থেকে পুরো বাঁশখালীতে শীতবস্ত্র বিতরণ করছি। তারই ধারাবাহিকতায় আজ পৌরসভার ৩০০ জন শীতার্তকে কম্বল দেয়া হয়েছে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *