বাঁশখালীতে চেয়ারম্যান লেয়াকত আলীর ব্যক্তিগত অর্থায়নে সেতু সংস্কার

তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীতে এবার ব্যক্তিগত অর্থায়নে সেতু সংস্কার করে দিলেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী। দীর্ঘদিন ধরে চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে থাকা উপজেলার চাম্বল-গন্ডামারার মাঝামাঝি বাংলাবাজার সেতুটি তার পিতার নামে পরিচালিত হাজী দুদু মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে সংস্কার করে দেন তিনি।

এই সেতুটির পাটাতন ভেঙ্গে যাওয়ায় দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করে আসছে এখানকার মানুষ। এখন নতুন পাটাতন লাগিয়ে দ্রুত সময়ে কাজ শেষ করায় হাসি ফুটেছে প্রায় লক্ষ মানুষের মুখে। স্বস্তি প্রকাশ করেছে এই সেতু বেয়ে চলাচলকারী যানবাহন চালকসহ সাধারণ মানুষ। তারা চেয়ারম্যান লেয়াকত আলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সেতু সংস্কার কাজের সমন্বয়ক আলমগীর মাহফুজ বলেন, ‘চেয়ারম্যান লেয়াকত আলীর নিজস্ব অর্থায়নে গত ২৪ জুন সেতুটির কাজ শুরু হলেও শেষ হয়েছে আজ বিকেলে। কাজ শেষ হবার পরপরই সেতুটি চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। রং করার পরিকল্পনা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *