বাঁশখালীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এনসিপির মানববন্ধন

বাঁশখালী টাইমস: পশ্চিম বাঁশখালীবাসীর প্রাণের দাবি, দুর্নীতি ও লুটেরামুক্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুন মঙ্গলবার খানখানাবাদ এবং কদম রসুল পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব বাঁশখালীর সন্তান মীর আরশাদুল হক, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সচিব ইমন সৈয়দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুর রহমান, ছাত্রনেতা মিশকাতসহ অনন্য ইউনিট নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন- ‘বাঁশখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিবছর ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কবলে পড়ে, এজন্য দরকার টেকসই বেড়িবাঁধ নির্মাণ। দুর্ভাগ্য হলেও সত্য অনেকে বেড়িবাঁধ উন্নয়নের বাজেটের টাকা লুটপাট ও দুর্নীতি করার জন্য ওঁতপেতে আছে। দুর্নীতিবাজকে প্রতিহত করার জন্য সচেতনমহলকে এগিয়ে আসার আহ্বান জানান। জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে দুর্নীতি এবং লুটপাট দমনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবার আশ্বাস দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *