বাঁশখালীতে প্রার্থিতা প্রত্যাহার করলেন এলডিপির কফিল উদ্দীন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ (৯ ডিসেম্বর)। বিকাল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দলের প্রার্থী নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে।

blank

চট্টগ্রাম-১৬, বাঁশখালী আসনে এলডিপির প্রার্থী এডভোকেট কফিল উদ্দীন তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

বাকি আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান, ঐক্যফ্রন্টের জাফরুল ইসলাম, জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী (জামায়াত) জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের ফরিদ আহমদ আনসারী, ইসলামিক ফ্রন্টের মহিউল আলম ও ইসলামী ফ্রন্টের মুনির আশরাফী নির্বাচনী মাঠে রয়ে গেলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *