বাঁশখালীতে বাবুয়ানা ব্রান্ডের শো-রুম শুভ উদ্বোধন

মু. মিজান বিন তাহের, বাঁশখালী: বাঁশখালী উপজেলা সদরের প্রাণকেন্দ্র লক্ষী প্লাজায় পুরুষদের আধুনিক ও উন্নতমানের পোশাকের সমাহার নিয়ে ব্রান্ড বাবুয়ানা ফ্যাশনের শো-রুম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে লক্ষী স্কয়ারের ২য় তলায় নতুন এ শো-রুমের উদ্বোধন করেন বাঁশখালী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ সেলিমুল হক চৌধুরী । এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সমাজসেবক জাফর আহমেদ, বাঁশখালী পৌরসভার কাউন্সিলর নজরুল কবির সিকদার, সাংবাদিক মু. মিজান বিন তাহের, কাজীর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ছগির, এস এম আশেক, মোঃ তারেক, বাঙ্গালি বাবুর মালিক মোঃ খোরশেদ, আছাদ, মাশেক, মোঃ শহিদ, মারুফ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

ব্রান্ড বাবুয়ানা ফ্যাশনের ম্যানেজিং ডাইরেক্টর দুলাল আহমেদ ও আবরারুর রশিদ নবাবের সার্বিক তত্ত্বাবধানে সুসজ্জিত মনোরম পরিবেশের শো-রুমটির ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে মঙ্গলকামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। উদ্বোধন উপলক্ষে একটি পণ্য কিনলে বিশেষ ছাড় দেওয়া হবে।

ব্রান্ড বাবুয়ানা ফ্যাশনের ম্যানেজিং ডাইরেক্টর দুলাল আহমেদ জানান, বাঁশখালীতে আমরা মনিটরিং করে দেখলাম এখানে ভালো ও উন্নতমানের তেমন কোনো শো-রুম নেই পুরুষদের পোশাকের জন্য। সুদুর ঢাকা কিংবা চট্টগ্রাম না গিয়ে এখন থেকে পাওয়া যাবে ব্রান্ড বাবুয়ানা ফ্যাশনের ফেব্রিক্স ও উন্নতমানের পোশাক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *