বাঁশখালীতে ৩ টি অস্ত্র ও গরুচোরসহ আটক ৬
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে গতকাল শনিবার (২৩ জুন) ২০১৮ গভীর রাতে বাঁশখালী থানা পুলিশের একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে বাশখালী থানার এসআই মাসুদ রানা, এসআই আবু হানিফ, এএসআই নুরুন্নবী টিপু ও সংগীয় ফোর্স নিয়ে ৯নং গন্ডামারা ইউনিয়নের বাংলাবাজার এলাকা হতে ১ টি একনালা বন্দুক, ২ টি এলজি, ১০ রাউন্ড তাজা কার্তূজ সহ রেজি: বিহীন একটি সিএনজি জব্দ করে ৩ জনকে গ্রেফতার করে বাঁশখালী থানা পুলিশ।
আটককৃতরা হলেন, বাঁশখালী উপজেলার
উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার আবুল কাশেমের পুত্র খলিলুর রহমান (৪৫), মীর আহমদের পুত্র মোঃ ইসমাইল (২৫), আবদুল খালেকের পুত্র মোঃ এনামুল হক (২১)। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। অপরদিকে পৃথক অভিযান পরিচালনাকালে পুকুরিয়া ইউনিয়ন হতে চোরাইকৃত গাভীসহ ৩ জনকে আটক করে থানা পুলিশ।
তারা হলেন, ওই এলাকার মোঃ শহিদুল ইসলাম (২৫), মোহাম্মদ ইসলাম (২৪) ও মোঃ সেলিম (২৭)।
ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সালাহউদ্দিন হিরা বলেন, আমি এবং থানা পুলিশের নেতৃত্বে ১ টি একনালা বন্ধুক ও ২ টি এলজি,১০ রাউন্ড তাজা কূর্তুজ ও একটি অটোরিক্সা চালিত সিএনজি সহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাশখালী থানায় ১৮৭৮ সনের আর্মস এ্যাক্ট এর ১৯ (ধ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। অভিযান অভ্যাহত থাকবে। বাঁশখালীতে ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজদের কোন স্থান হবেনা বলে জানান ওসি।