বাঁশখালী টাইমস: বাঁশখালীর কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট এ.এইচ.এম জিয়া উদ্দীন পবিত্র ঈদুল ফিতরে বাঁশখালীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- বাঁশখালী একটি সম্ভাবনাময় উপজেলা। যোগ্য নেতৃত্ব, অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক উদ্যোগের সমন্বয় হলে এটি দক্ষিণ চট্টগ্রামের সেরা উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করবে।
বাঁশখালীর এই কৃতি সন্তান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক, তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, তিনি বাঁশখালী থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এডভোকেট আব্দুস সবুর চৌধুরীর কনিষ্ট সন্তান। তাঁর নিজবাড়ি বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে।