বাঁশখালীভিত্তিক প্রকাশনা বাঁশখালীর খবরের চলতি সংখ্যা বের হয়েছে। গত ২৪ জুন থেকে পাওয়া যাচ্ছে বাঁশখালীর হকার, উপজেলাস্থ পত্রিকা স্টল এবং চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা, লালদিঘী, চেরাগীপাহাড়, চকবাজার, বহদ্দারহাটসহ নগরীর বিভিন্ন পত্রিকা স্টলে।
সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর সম্পাদনায় এ পত্রিকাটি জনপ্রিয় পত্রিকা হিসেবে ইতোমধ্যে পাঠকমহলে প্রশংসিত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি