বাঁশখালী ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত কোম্পানিগঞ্জ ক্রিকেট একাডেমি বনাম বাঁশখালী ক্রিকেট একাডেমি মধ্যকার ক্রিকেট সিরিজের শেষ খেলা ১৮ জুলাই বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত সিরিজের পুরস্কার বিতরণ করেন বাঁশখালী ডিগ্রী কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ আবদুল আহাদ।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের যু্গ্ম-সম্পাদক শহিদুল ইসলাম বাবু, দৈনিক তৃতীয় মাত্রার বাঁশখালী প্রতিনিধি সৈয়দুল আলম, বাঁশখালী ক্রিকেট একাডেমির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোছাইন সামিত।
বুধবারে কোম্পানিগঞ্জ ক্রিকেট একাডেমি টসে জিতে বাঁশখালী ক্রিকেট একাডেমিকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ৪০/৩৩.৩ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেন। দলের হয়ে জিহাদ ৩০, রিয়াজ ২৯, শাকিল ২০, সোহেল ২০, নান্টু দাশ ১৪, রান করে। বোলিংয়ে জাহিদ ৩টি, নাঈম ২টি উইকেট লাভ করেন। জবাবে কোম্পানিগঞ্জ ক্রিকেট একাডেমি ১৭২ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২৬.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে দলের হয়ে হৃদয় ৪১, রকি ২০ জাহিদ ১৬ রান করেন। বোলিংয়ে সাদ্দাম ৪টি শুভ চক্রবর্ত্তী ৩টি করে উইকেট লাভ করেন। উক্ত খেলায় কোম্পানিগঞ্জ ক্রিকেট একাডেমি ২ উইকেটে জয় লাভ করেন।
ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন কোম্পানিগঞ্জের জাহিদ।