মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার উপকূলীয় সরল ইউপির উত্তর সরল
হুল্লার ঘোনা,শামশুর ঘোনা, হারুনের মাছের ঘোনাতে এক দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
জানা যায়, গতকাল (১১ জানুয়ারি) গভীর রাত সাড়ে ১টার দিকে ১৮-২০ জনের ডাকাত দল মাছের ঘোনায় হামলা করে। এতে তিনটি মাছের ঘোনার ঘেরে অবস্থানরত আধা কিলোমিটারে দূরত্বে থাকা তিনটি ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লক্ষ টাকা এবং বিভিন্ন দামি মেশিনসহ সকলের কাপড়-চোপড়সহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
ডাকাত দলের হামলায় উক্ত ঘেরে অবস্থানরত ৫ জন শ্রমিক গুরুত্বর ভাবে আহত হয়। আহতদের মধ্যে পূর্ব বড়ঘোনা ৯ ওয়ার্ডের মৃত শাহ আলমের পুত্র মোঃ নুরুল কবির (২১), শেখেরখীল ৩ নং ওয়ার্ডের শিব্বির আহমদের পুত্র মোঃ ছগির (৪৫),পূর্ব বড়ঘোনা ৮ নং ওয়ার্ডের মৃত মকবুল আহমদের পুত্র আহমদ হাসান (৪৫), আব্দুস ছবুরের পুত্র মোহাম্মদ আজিজ (২২), সরল ২ নং ওয়ার্ডের আব্দুল মান্নানের পুত্র খোরশেদ আলম (১৬) আহত হলে তাদেরকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আহতরা জানান, আমরা সবাই ভাত খেয়ে যে যার ঘরে শুয়ে পড়লে রাত ১ টার দিকে ১৮-২০ জনের ডাকাত দল আমাদেরকে অস্ত্রের মুখে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে নগদ টাকা, মোবাইল দসহ বিভিন্ন দামি মেশিনারী যন্ত্রাংশসহ সকল জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতদের মধ্যে আমরা ৩ জনকে চিহ্নিত করতে পেরেছি।
উক্ত তিনটি মাছের ঘেরের লিজ নেওয়া অস্থায়ী মালিক স্থানীয় ব্যবসায়ী আনছুর আলী, তৈয়ব উল্লাহ, আব্দুল আলিম বলেন, আমরা এই তিনটি ঘোনা সরল ইউনিয়নের স্থানীয় মুজিব, আশরাফ আলী, আবু নছর, মৌলবী আজিজ ও দেলোয়ারের কাছ থেকে বৎসরিক ৫০ লাখ টাকা দিয়ে লিজ নিয়ে মৎস্য চাষ ও লবন মাঠ করে আসছি। বিগত কয়েকদিন পূর্বে আমরা শ্রমিকদেরকে লবন মাঠের জন্য চট (প্যালেথিন কাপড়) ক্রয় করার জন্য ৫ লক্ষ টাকা দিই। সেই টাকাসহ আমাদের বিভিন্ন দামি মেশিনারী যন্ত্রাংশ ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল। এতে প্রায় অর্ধ কোটি টাকার নিয়ে যায়।
এ ব্যাপারে ঘটনার সত্যতা শিকার করে স্থানীয় সরল ইউপির মেম্বার মোহাম্মদ মনছুর জানান, ডাকাত দল গতকাল রাত ১ টার দিকে আমাদের সাগর পাড়ের চর এলাকার মৎস্য ঘেরে হামলা করে শ্রমিকদের মারধর করে সব কিছু নিয়ে গেছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাটা শুনেছি তবে এখন ও বিস্তারিত ভাবে কিছু বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ এটা। তবে তদন্ত পূর্বক আসল ঘটনা কি জানতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।