বাঁশখালীর ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি!

মঈনুল আজীম সোহেল: বাঁশখালীর ৪১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দপ্তরী কাম প্রহরী পদে আগামী ১০ আগষ্ট পর্যন্ত আবেদন করা যাবে।

blank
বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয় অফিস অথবা এই (www.mopa.gov.bd) ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।
এতে আবেদনের প্রাথমিক যোগ্যতা অষ্টম শ্রেণি/ সমমান।

#প্রয়োজনীয়_কাগজপত্র
♦শিক্ষাগত যোগ্যতার সনদ ♦জাতীয় পরিচয়পত্র, ♦♦জন্মনিবন্ধন সনদ ♦২ কপি পাসপোর্ট সাইজের ছবি
[সবগুলো ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে]

♦নাগরিক সনদ ♦চারিত্রিক সনদ ♦স্বাস্থ্য সনদ

♦খামে অবশ্যই পদের ও বিদ্যালয় এর নাম উল্লেখ করতে হবে

You May Also Like

One thought on “বাঁশখালীর ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *