বাজারে নতুন প্রোডাক্ট নিয়ে এলো বেস্টটেক

বাংলাদেশের বাজারে এলো সরাসরি চায়না থেকে আমদানিকৃত ২ বছরের ওয়ারেন্টিযুক্ত ওয়াটার পাম্প (Best Tec Water Pump) বেস্টটেক ওয়াটার পাম্প। যা ১০০% তামার কয়েল এবং পিতলের ইম্পেলারসম্পন্ন। যা দীর্ঘস্থায়ীত্বের প্রতীক।

এদিকে বাংলাদেশের বাজারে নিয়ে এলো সরাসরি স্পেন থেকে আমদানিকৃত এস এস স্টিল সিট দিয়ে তৈরি (Best Tec Kitchen Sink) বেস্টটেক কিচেন সিংক। যা শক্ত ও মজবুত।

এই সিঙ্ক আধুনিক অটোমেটিক মেশিনে তৈরি । কোনও প্রকার মরিচা ধরে না । দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তায় বেস্টটেক কিচেন সিংক।

বেস্টটেক পাম্প এন্ড ফাউন্ড্রি লিমিটেডের এই পণ্য বাংলাদেশের সকল জেলা-উপজেলার সেনেটারি সপগুলোতে পাওয়া যাচ্ছে।

blank

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *