ধর্মঘট সাময়িক স্থগিত করেছে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল মালিকরা।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ধর্মঘট তুলে নেওয়ার এই ঘোষণা দেন প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান।
তিনি বলেন, প্রশাসনের আশ্বাসে চলমান ধর্মঘট সাময়িক স্থগিত করা হয়। এখন আমরা হাসপাতাল খুলে দিয়ে স্বাস্থ্যসেবা শুরু করব।
সূত্র: সিটিজি টাইমস